>

ঊষসী ভট্টাচার্য।

SongSoptok | 7/10/2014 |

ঊষসীর কবিতা




নির্লজ্জ


মিছিল জুড়ে ব্যাতিক্রমি মুখ ভেসে চলেছে,
হাওয়ায় কতো স্লোগান,
তাবৎ বুদ্ধিজীবী , জনগণের দরদী নেতা,
সবার কালশিটে পড়া ঠোঁটে ,
কতো তির্যক রঙ্গ
হাওয়ায় তবু ঋতু বদলায়,
রক্ত আবীরে রাঙ্গা হয় জীবন ললাট ,
তবু ... চলাই তো রীতি ,
কিন্তু, তুমি কোথায় গেলে বলতো ??

স্বপ্নে আগে কতো গল্প শোনাতে ,
হাত ধরে নিয়ে যেতে ইতিহাসের পাতায় ,
খবরের কাগজে রোজ শুধু তোমায় দেখি ,
ছেঁড়া কাপড়ে ,বিবর্ণ মুখ

রক্তে ভাসলে বুক ,
মুখের কি দোষ


ভারতবর্ষ নামের মেয়েটার রোজের ধর্ষণে পিটিশন তাই অবাঞ্ছিত ,
যা সত্যি তার মুখোমুখি হতেই তো আমাদের পা টলে,
তাই না ?
তাই তো ।।



প্রেম কাব্য


একটা বুড়ো জংলাগাছের ছায়া
আঁকড়ে ধরে তোমায় যখন তখন
আমি তবু হাতড়ে খুঁজি তোমায়
কবিতাতে আসবে তুমি কখন ?
            *  *  *
আজকে আমার প্রেমের কাব্য জুড়ে
তারারা সব প্রবাস ঘরে গেল
তুমি আজ উষর বুকের মাঝে
সূর্য হলে কী ভীষণ জমকালো
            *  *  *
চুপকথা আজ এত ভীরের মাঝে
আসল কথাই বাকি থাকল আজ
এত কথোকথার আড়ালেতে
স্তব্ধতারা করল একি সাজ
            *  *  *
আলো-আঁধার বুক জুড়ে শুধু
নীরবতার পর্দাটুকু টানো
মুখরতার আলোকমালার ভীরে
মৌনতারই মুগ্ধ তাকে আনো
            *  *  *
দুই পারের একটি সাঁকো গড়া
দুঃখ খুশির জোয়ার আসুক এবার
গদ্য তোমায় দিলাম আজকে ছুটি
সময় এখন প্রেমের কবিতার


রিয়্যালিটি শো ...   


আমাদের মৃত্যু শুধু আসবে বলে একদিন   
পাত পেড়ে বসে আছি, 
আজকের শুভ মহরতে 
আমাদের বেনামী সুখ দুঃখ 
রিয়্যালিটি শো, দেখতে দেখতে  
টিভি ছেড়ে জীবনের পর্দায় চোখ মেলেছে,
আমাদের জীবনের ছাই ফুরিয়ে এসছে সদ্য,
পোড়া বালিশ,রাজপথ আর চিতার ফারাক
ফুটে উঠছে বানানে বানানে
আমাদের এক চিলতে রোজনামচার চাওয়া পাওয়া
আঁতুড় ঘরে উয়া উয়া স্বরে জৌলুষ খুঁজছে,
আমরা তবু অপরেশনে ভয় পাই খুব...
জানি প্রত্যঙ্গ অপ্রয়োজনীয় হলেও
ছিল...
এই স্বর বয়ে বেড়াতে পারব না আর ...
ছিল,
এই আশ্বাস নিয়েই আমরা  
বেঁচে থাকতে ভালোবাসি ,
চিতা কাঠ বুকে করে ...






Comments
0 Comments

No comments:

Blogger Widgets
Powered by Blogger.